Skip to content

ধারা ১৬৩ - ন্যূনতম কর

(১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, করদাতা কর্তৃক, এই ধারার বিধানাবলি সাপেক্ষে, ন্যূনতম কর পরিশোধযোগ্য হইবে। (২) উপ-ধারা (৩) সাপেক্ষে, কতিপয় ধারার অধীন কর্তন বা সংগ্রহ করা হইয়াছে এইরূপ উৎসসমূহের আয়ের উপর নিম্নরূপ ন্যূনতম কর পরিশোধ করিতে হইবে- (ক) দফা (খ) এ উল্লিখিত ধারাসমূহের অধীন কর্তন...

আরও পড়ুন

ধারা ১৬৪ - উৎসে [অধিক বা কম] কর্তিত বা সংগৃহীত কর ন্যূনতম করের ভিত্তি না হওয়া

যেইক্ষেত্রে সঠিক পরিমাণের অধিক  কর কর্তন বা সংগ্রহ করা হয়, সেইক্ষেত্রে ধারা ১৬৩ এর অধীন ন্যূনতম কর হিসাব করিবার উদ্দেশ্যে উক্তরূপ অধিক কর্তন বা সংগ্রহ করা হইয়াছে মর্মে বিবেচনা করা যাইবে না।

আরও পড়ুন